বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

কিশোরগঞ্জে দুই এসএসসি পরীক্ষার্থী আটক

কিশোরগঞ্জে দুই এসএসসি পরীক্ষার্থী আটক

নীলফামারী, ১৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : নীলফামারীর কিশোরগঞ্জ শিশু নিকেতন উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে দুই এসএসসি পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় তাদের কাছে রসায়ন বিষয়ের এমসিকিউ ও সৃজনশীল প্রশ্নের উত্তরপত্র পাওয়ায় কেন্দ্র সচিব আটক করে পুলিশে সোপর্দ করে।

আটককৃতরা হলেন- দুরাকুটি মাষ্টার পাড়া গ্রামের এনামুল হকের পুত্র আবু সাঈফ ও মেডিকেল মোড় যদুমনি গ্রামের মোজাম্মেল হকের পুত্র শাহজাহান আহম্মেদ তৌফিক। আটক দুই পরীক্ষার্থী কিশোরগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্র। সকাল সাড়ে ৯টায় কেন্দ্রে প্রবেশের নিয়ম থাকলেও দেরিতে কেন্দ্রে প্রবেশ করায় তাদেরকে তল্লাশি করে রসায়ন বিষয়ের উত্তরপত্র পাওয়ায় আটক করা হয়।

পরীক্ষা শুরুর পরে রসায়ন প্রশ্নের সাথে ওই উত্তরপত্র মিলে যায়। কেন্দ্র সচিব আব্দুল মালেককে মোবাইল ফোনে না পাওয়ায় তাঁর বক্তব্য জানা যায়নি। এব্যাপারে কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ বজলুর রশীদ দুই পরীক্ষার্থীকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, নকল নিয়ে কেন্দ্রে প্রবেশের কারনে এদেরকে আটক করা হয়েছে।

এবিএন/মোঃ আব্দুল্লাহ আল মামুন/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত