![আখাউড়ায় শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত গাওয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/15/aka-15_126036.jpg)
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া), ১৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত গাওয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৫টি দল অংশ নেয়।
তিনটি স্তরে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রাথমিক স্তরে নাছরীন নবী বালিকা উচ্চ বিদ্যালয়, মাধ্যমিক স্তরে হীরাপুর শহীদ নোয়াব মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় এবং উচ্চ মাধ্যমিক স্তরে শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ ১ম হয়েছে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও আয়োজন সমন্বয় কমিটির আহবায়ক মোহাম্মদ শামছুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) ও সদস্য সচিব, আয়োজন সমন্বয় কমিটি জেসমিন সুলতানা। উপজেলা পর্যায়ে ১ম স্থান অর্জনকারী দলগুলো আরও উচ্চ পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে।
এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামান বলেন, শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত গাওয়া এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীত চর্চাকে অনুপ্রাণিত করার লক্ষ্যে মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী সকল শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এবিএন/হান্নান খাদেম/জসিম/রাজ্জাক