কয়রা (খুলনা), ১৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : উপজেলা প্রশাসনের উদ্যোগে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় মহারাজপুর ও মহেশ্বরীপুর ইউপি মেম্বরদের ৩য় ব্যাচের প্রশিক্ষণের সমাপনী দিন ছিল আজ বৃহস্পতিবার। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সমাপণী সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ খুলনার উপপরিচালক ইশরাত জাহান। বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস ফাতেমা। প্রশিক্ষণে সার্বিক সহযোগিতায় ছিলেন গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী মোঃ রবিউল ইসলাম।
এবিএন/শহিদুল্লাহ শাহিন/জসিম/তোহা