![ইসলামপুরে ভোরের কাগজের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/15/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_126044.jpg)
জামালপুর, ১৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : জামালপুরের ইসলামপুরে ভোরের কাগজ পত্রিকার ২৬ বছর পুর্তি উৎসব উদযাপিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ইসলামপুর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান নবীনেওয়াজ খানলোহনী বিপুল এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমন,সিনিয়র সহকারি পুলিশ সুপার আবু সুফিয়ান,অফিসার ইনচার্স শাহীনুজ্জামান খান ,
ভোরের কাগজের ইসলামপুর প্রতিনিধি মোঃ মোরাদুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালেরকন্ঠের জামালপুর জেলা প্রতিনিধি সাংবাদিক আজিজুর রহমান চৌধুরী, আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, প্রাথমিক শিক্ষা অফিসার কামরুজ্জামান,চেয়ারম্যার আব্দুল মালেক, সাংবাদিক ফিরোজ খান লোহানী, শিপু , আঃ সামাদ, ফারুক, কামরুজ্জামান দোলন বিশ্বাস, রোকনুজ্জামান সবুজ, লিয়াকত হোসাইন লায়ন সাংবাদিক মোরাদুজ্জামান এর কন্যা ছোটমনি মৌনতামোরাদ প্রমুখ।
এবিএন/শাহ্ জামাল/জসিম/তোহা