![জামালপুর পৌরসভার দেড় শ’ বছর পূর্তি উদযাপন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/15/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_126047.jpg)
জামালপুর, ১৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : জামালপুর পৌরসভার দেড় শ’ বছর পূর্তি উপলক্ষে আজ বিকেল ৩টায় বৈশাখী মেলার মাঠে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আলোচনাসভা-সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন করা হয়েছে। এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
মেয়র মির্জা সাখাওয়াতুল মনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-পাট-বস্ত্র প্রতিন্ত্রী আলহাজ মির্জা আজম এমপি, সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা এমপি, প্রধানমন্ত্রীর মূখ্যসচিব ও জামালপুরের কৃতি সন্তান আবুল কালাম আজাদ এসডিজি, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, জেলা প্রশাসক আহমেদ কবির, পুলিশ সুপার দেলোয়ার হোসেন পিপিএম, জেলা আ’লীগের সভাপতি এডভোকেট বাকিবিল্লাহ, আ’লীগ নেতা মাসুম রেজা রহিম প্রমুখ।
এবিএন/শাহ্ জামাল/জসিম/তোহা