রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • সারাদেশ
  • ডিমলায় মহান শহীদ দিবস দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ডিমলায় মহান শহীদ দিবস দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ডিমলায় মহান শহীদ দিবস দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ডিমলা (নীলফামারী), ১৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : আগামী ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৮ যথাযোগ্য মর্যাদার সাথে উদ্যাপন উপলক্ষে নীলফামারীর ডিমলা উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত প্রস্তুতি সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নাজমুন নাহার’র সভাপতিত্বে উপজেলার সরকারী, বে-সরকারী, রাজনৈতিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গণের উপস্থিতিতে বেশ কিছু সিদ্ধান্ত উপাস্থপন করা হলে তার মধ্যে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মাওলানা মুজিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা, ডিমলা থানার ওসি তদন্ত মফিজ উদ্দিন শেখ, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সহিদুল ইসলাম, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক বাবু মোহিত কুমার সিংহ রায়, আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার, বালাপাড়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়া, নাউতারা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম লেলিন, ডিমলা মহিলা মহা-বিদ্যালয়ের অধ্যক্ষ মোকলেছুর রহমান, ডিমলা ইসলামিয়া ডিগ্রী মহা-বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হরেন্দ্রনাথ শীল, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিক্ষক মাহফুজুল হক, ডিমলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, ডিমলা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক বাবু নিরঞ্জন দে ও সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম রেজা সহ বিভিন্ন রাজনৈতিক দলের সভাপতি/সম্পাদক।

আলোচনা সভায় বক্তাগণ আগামী ২১ শে ফেব্রয়ারি মাহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন করার জন্য সর্বস্তরের জনসাধারনকে সহযোগিতা করার আহবান জানান।

এবিএন/বাদশা সেকেন্দার ভুট্টু/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত