![রামপালে সাংবাদিকদের সাথে জেলা তথ্য অফিসের প্রেসব্রিফিং](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/15/rampal-map_126064.jpg)
রামপাল (বাগেরহাট), ১৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : আজ বৃহম্পতিবার দুপুর ১২টায় উপজেলা অডিটোরিয়ামে বাগেরহাট জেলা তথ্য অফিস’র উদ্যোগ্যে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে রামপাল প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং’র আয়োজন করা হয়। উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাওঃ আঃ হাদি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মোঃ ফরিদ উদ্দিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী জেলা তথ্য অফিসার পাভেল দাস, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ সাইফুল আলম বকতিয়ার, সহ-সভাপতি এফ.এম.আতিয়ার রহমান, মোঃ খৈয়াম হোসেন খিজির ও মোঃ মোস্তফা কামাল পলাশ, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ রবিউল ইসলাম ও মোঃ হাফিজুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ আওরঙ্গজেব ছোট, সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম ইয়াছিন রাজু, সাংস্কৃতিক সম্পাদক আমিত পাল, অর্থ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ হাফিজুর রহমান, ক্রিড়া সম্পাদক শুব্র ঢালী, কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ বাকি বিল্লাহ, মোঃ আসাদুর রহমান, মিকাইল হোসেন কলিন্স, তথ্য অফিসের ঘোষক মোঃ শহীদুল ইসলাম প্রমুখ। এ সময় জেলা তথ্য অফিসার সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন এবং এ উন্নয়ন কর্মকান্ডকে তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানান।
একই দিন সকাল ১০টায় বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে জেলা তথ্য অফিস উপজেলার ঝনঝনিয়ার গাব্বুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এক জনঅবহিত করন সভার আয়োজন করে। জেলা তথ্য অফিসার মোঃ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ মোঃ আবু সাইদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইচ চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব জামিল হাসান জামু, মহিলা ভাইচ চেয়ারম্যান হোসনেয়ারা মিলি ও উপজেলা যুব লীগের সভাপতি মোঃ নুরুল হক লিপন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এবিএন/মোঃ সাইফুল আলম/জসিম/রাজ্জাক