শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

রাবি শিক্ষককে মারধর: সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাবি শিক্ষককে মারধর: সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজশাহী , ১৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : ইন্টার্ন চিকিৎসক কর্তৃক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে মারধরের প্রতিবাদে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জড়িতদের শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা।

তবে আন্দোলন চলাকালীন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের সড়ক ছেড়ে দেয়ার জন্য বিভিন্নভাবে হুমকি দেয়। এমনকি তারা কয়েকজন শিক্ষার্থীকে টেনেহিঁচড়ে ক্যাম্পাসের ভেতরে নিয়ে আসেন বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, ‘বুধবার রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের ৩০নং ওয়ার্ড দিয়ে যাওয়ার সময় দায়িত্বরত ইন্টার্ন চিকিৎসক মেরি প্রিয়াংকার সঙ্গে শিক্ষক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক এনামুল জহিরের ধাক্কা লাগে। এ সময় পিংকি তাকে অপমানজনক কথা বললে শিক্ষক এনামুল ননসেন্স বলে মন্তব্য করেন। পরে মেরি ফোন করে বিষয়টি কয়েকজন ইন্টার্ন চিকিৎসককে জানালে কয়েকজন এসে শিক্ষক এনামুলকে বেধড়ক মারধর করে।

মেরি প্রিয়াংকার সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, আমরা কয়েকজন ওটি (অপারেশন থিয়েটার) থেকে ২২ নম্বর ওয়ার্ডের দিকে যাচ্ছিলাম। এ সময় ওই শিক্ষকের সঙ্গে ধাক্কা লাগে। আমি উনাকে বলি, ‘আপনি দেখে চলবেন না?’ তখন তিনি আমাকে ননসেন্স বলেন। আমি বলি, আপনি কী বললেন? তখন তিনি আবারো আমাকে ‘ননসেন্স’ ও অশ্লীল ভাষায় গালি দেন। এ সময় আমার বন্ধুরা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন এবং সরি বলতে বলেন। তিনি আইনের অধ্যাপক বলে নিজেকে পরিচয় দিয়ে সরি বলতে অস্বীকৃতি জানান।’

ক্যাম্পাস সূত্রে জানা যায়, জড়িতদের শাস্তির দাবিতে বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র কলাভবনের সামনে থেকে বিক্ষোভ সমাবেশ নিয়ে প্রধান ফটকে জড়ো হয় শিক্ষার্থীরা। পরে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে প্রায় তিন ঘণ্টা পর সড়ক থেকে সরে এসে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে অবস্থান নেয়।

আন্দোলনকারী শিক্ষার্থীরা অভিযোগ করেন, আমাদের শিক্ষককে আমরা কখনোই এভাবে দেখতে চাই না। রাস্তায় কুপিয়ে শিক্ষককে মারা হবে, হাসপাতালে গেলে মারধর করা হবে এগুলো আমরা মেনে নেব না। এ সময় শিক্ষার্থীরা জড়িতদের ছাত্রত্ব বাতিল ও মামলা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, যে শিক্ষক আহত হয়েছেন তিনি তোমাদের শিক্ষক কিন্তু আমাদের সহকর্মী। আমাদেরও খারাপ লাগছে। আমরা এ জড়িতদের ব্যবস্থা নিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।

এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান বলেন, এটি একটি আইনি প্রক্রিয়া। ভুক্তভোগী শিক্ষক যদি অভিযোগ করেন তাহলে আমরা প্রয়োজনীয় সহযোগিতা করব। মতিহার থানার ওসি মেহেদী হাসান বলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে। আমরা অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত