শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

নড়াইলে আ’লীগ নেতা পলাশকে গুলি করে হত্যা

নড়াইলে আ’লীগ নেতা পলাশকে গুলি করে হত্যা

নড়াইল, ১৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা লতিফুর রহমান পলাশকে (৪৭) গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে তাকে হত্যা করা হয়। তার শরীরে একাধিক গুলি ও কোপের চিহৃ রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও চেয়ারম্যানের স্বজনেরা জানান, বৃহস্পতিবার সকালে লোহাগড়ার দিঘলিয়ার বাড়ি থেকে অফিসের কাজে লোহাগড়া উপজেলায় আসেন ইউপি চেয়ারম্যান পলাশ। দুপুর সাড়ে ১২টার দিকে লোহাগড়া উপজেলা নির্বাচন অফিস এলাকায় দাঁড়িয়ে থাকা অবস্থায় দুর্বৃত্তরা ইউপি চেয়ারম্যান লতিফুর রহমান পলাশকে প্রথমে গুলি করে।

তিনি মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা তাকে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। নেতাকর্মিরা সংবাদ পেয়ে পলাশকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ডাঃ মৃতু বলে ঘোষনা করেন। এ হত্যাকান্ডের খবর পেয়ে দিঘলিয়া এলাকার জনসাধারণসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা হাসপাতাল এলাকায় ভিড় করেন।

লোহাগড়া থানার ওসি শফিকুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠনো হচ্ছে। এ হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে। পরে নড়াইল জেলা পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম ঘটনাস্হল পরিদর্শন করেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছেন।

প্রসঙ্গত, ২০১৬ সালে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে লতিফুর রহমান পলাশ আ’লীগের মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসাবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। তিনি লোহাগড়া উপজেলা আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক ছিলেন।

এবিএন/সৈয়দ খায়রুল আলম/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত