পাঁচবিবি (জয়পুরহাট), ১৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : জয়পুরহাটের পাঁচবিবিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু। পরিবারের লোকজন জানায় আজ বৃহস্পতিবার রাত ৮ টায় উপজেলার শুকুরময়ী গ্রামে বাড়ির পাশে একটি পুকুর পাড়ে খেলার সময় সবার অজান্তে তৌহিদ (৪) পানিতে পড়ে। কিছুক্ষণ পর বাড়ির লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজি করতে থাকে। খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরে তাকে ভাঁষতে দেখে।
পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্স নিয়ে এলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তৌহিদ উপজেলার মোহম্মদপুর ইউনিয়নের শুকরময়ী গ্রামের সাইফুল ইসলামের পুত্র। তৌহিদের মৃত্যুর পর এলাকায় শোকের ছায় নেমে আসে।
এবিএন/খালিদ হাসান/জসিম/রাজ্জাক