সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo

লামায় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র-গুলিসহ আটক ৪

লামায় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র-গুলিসহ আটক ৪

বান্দরবান, ১৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : বান্দরবানের লামা দুর্গম এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৪ জনকে আটক করেছে।

বৃহস্পতিবার দিনগত রাতে (১৫ ফেব্রুয়ারি) ফাঁসিয়াখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের দুর্গম রোয়াজাপাড়া এলাকায় এ অভিযান চালায় সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ সদস্যরা।

উদ্ধার করা অস্ত্রের মধ্যে ১৪টি এসবিবিএল ও ১১টি ওয়ানশুটার গান রয়েছে। এসব অস্ত্রের সঙ্গে ২ হাজার ৩৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন থুইসা মং মারমা (৩৬), এইক্য মারমা (৩৯), সাইমং মারসা (৩৬) ও মিফং মারমা (৪৫)। তারা সবাই ওই এলাকার বাসিন্দা।

স্থানীয়ভাবে চাঁদাবাজি, অপহরণসহ বিভিন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে আটকরা জড়িত বলে জানিয়েছে যৌথ বাহিনী।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্প কমান্ডার মেজর রুহুল আমিন এবং বান্দরবান ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান জাকির হোসেন মজুমদার এ তথ্য নিশ্চিত করেন।

ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান জাকির হোসেন মজুমদার জানান, বৃহস্পতিবার রাতে ফাঁসিয়াখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের রোয়াজাপাড়া এলাকায় কক্সবাজারের র‌্যাব-৭ এর একটি টিম অভিযান চালায়। এ সময় এই এলাকা থেকে ২৫টি দেশি আগ্নেয়াস্ত্রসহ ৪ জনকে আটক করে। তবে অভিযানের পরপরই উদ্ধারকৃত অস্ত্রসহ আটককৃতদের নিয়ে কক্সবাজার চলে যায় র‌্যাবের দলটি।

স্থানীয়রা জানান, এখানে দীর্ঘদিন ধরেই ডাকাতি করছিল একদল সন্ত্রাসী। তবে বান্দরবান-কক্সবাজারের সীমান্তবর্তী এই এলাকাটি দুর্গম হওয়ায় পুলিশও তাদের কিছু করতে পারেনি এতদিন। পুলিশ ধরতে এলেই তারা কক্সবাজার সীমান্তে চলে যেত, আবার পুলিশ চলে গেলে তারা বান্দরবান সীমানায় চলে আসত।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্প কমান্ডার মেজর রুহুল আমিন অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা এখনই বিস্তারিত বলতে পারবো না। শিগগিরই সব তথ্য জানানো হবে।

এ ব্যাপারে শুক্রবার কক্সবাজারে সংবাদ সম্মেলন হবে বলেও জানান তিনি।

এবিএন/শংকর/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত