![মেলান্দহে দু’যুবকের রহস্যজনক মৃত্যু](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/16/rohossojonok-mrittu-abn_126121.jpg)
মেলান্দহ (জামালপুর) , ১৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : জামালপুরের মেলান্দহে মুক্তিযোদ্ধার সন্তানসহ দুই যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ সকালে। নিহতরা হলেন-রেখিরপাড়ার বীরমুক্তিযোদ্ধা রেহান আলীর ছেলে রাজন (২৭) এবং আফছার আলীর ছেলে (ন্যাশনাল সার্ভিসের কর্মী) মুক্তা (২৬)।
নিহতদের পারিবারিক সূত্রে জানাগেছে, জামালপুর পৌরসভার দেড়শ’ বছর পূর্তি উপলক্ষে গতকাল রাতে কনসার্টের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। আজ ভোরে ভাবকী-রশিদপুর ব্রিজের পূর্ব পাশে বৈদ্যুতিক খুঁটির পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানিয় লোকজন। খবর পেয়ে জামালপুর ফায়ারসার্ভিস ও থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। এ সময় নিহতদের মোটর সাইকেল জব্দ করা হয়েছে। ওসি নাছিমুল ইসলাম জানিয়েছেন-পোস্টমর্টেমের পর মৃত্যুর কারণ জানাযাবে।
এবিএন/শাহীন আলম/জসিম/নির্ঝর