শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • বদলগাছীতে সচিব সৌরেন্দ্রনাথকে এলাকাবাসীর সংবর্ধনা

বদলগাছীতে সচিব সৌরেন্দ্রনাথকে এলাকাবাসীর সংবর্ধনা

বদলগাছীতে সচিব সৌরেন্দ্রনাথকে এলাকাবাসীর সংবর্ধনা

বদলগাছী (নওগাঁ) , ১৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : নওগাঁর বদলগাছীর বালুভরা ইউপির বালুভরা গ্রামের কৃতি সন্তান সৌরেন্দ্রনাথ চক্রবর্তী পদোন্নতি পেয়ে বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপণা বিভাগ পরিকল্পনা মন্ত্রণালয়ের (ভারপ্রাপ্ত) সচিব হিসাবে যোগদান করায় সৌরেন্দ্রনাথ চক্রবর্তীকে এলাকাবাসীর পক্ষ থেকে গণহারে সংবর্ধনা প্রদান করা হয়।

গতকাল বৃহষ্পতিবার সকাল ১১ টায় বালুভরা আর.বি উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত বিদ্যালয় সহ বালুভরা ইউনিয়নবাসী কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সুকমল কর্মকার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব তরুন কুমার সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম আলী বেগ, বদলগাছী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দীন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বালুভরা ইউপি চেয়ারম্যান শেখ মোঃ আয়েন উদ্দীন, বিলাশবাড়ী ইউপি চেয়ারম্যান সাইদুর ইসলাম কেটু, প্রধান শিক্ষক মোত্তালেব হোসেন, বালুভরা বাজার বণিক সমিতির সভাপতি খাইরুল আলম মুক্তা, ঐ বিদ্যালয়ের সাবেক সভাপতি অরুন কুমার চক্রবর্তী প্রমূখ। এর আগে সৌরেন্দ্রনাথ চক্রবর্তী স্থানীয় সরকার বিভাগ এলজিআরইডি মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব পদে কর্মরত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বালুভরা আর, বি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।

এবিএন/ হাফিজার রহমান/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত