শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • আড়াইহাজারে ডাকাতের হামলায় একই পরিবারের তিনজন আহত

আড়াইহাজারে ডাকাতের হামলায় একই পরিবারের তিনজন আহত

আড়াইহাজারে ডাকাতের হামলায় একই পরিবারের তিনজন আহত

আড়াইহাজার, ১৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : নারায়ণগঞ্জের আড়াইহাজারের বড় তাতুয়াকান্দা এলাকায় এক দিনমজুরের বাড়িতে ডাকাতরা হানা দিয়ে একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহতরা হলেন দিনমজুর ফজলুল হক, তার স্ত্রী পরিবা ও এবং গৃহকর্তার মা। আশাঙ্কাজনক অবস্থায় ফজলুল হককে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনিত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক)হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহম্পতিবার রাত আড়াইটার দিকে বড় তাতুয়াকান্দা এলাকায় দিনমজুর ফজলুল হকের বাড়িতে ১০ থেকে ১২ জনের একদল ডাকাত হানা দেয়। ডাকাতরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলেন। পরে চাহিদা মাফিক জিনিসপত্র না পাওয়ায় গৃহকর্তা ফজলুল হককে এলোপাতাড়ি দা দিয়ে কুপিয়ে জখম করা হয়। এসময় বাঁধা দিতে গেলে তার স্ত্রী পরিবা ও মাকেও কোপানো হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডা. সিনথিয়া জানান, আহতের হাটুতে মারাত্মক আঘাত জনিত ক্ষত ছিল। শারীরক অবস্থা ঝুঁকিপূর্ণ হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আড়াইহাজার থানার ওসি এম এ হক বলেন, এ ঘটনায় কেউ অবহিত করেনি। তবে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এবিএন/এম এ হাকিম ভূঁইয়া/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত