
ঠাকুরগাঁও, ১৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : বাংলাদেশ ওরাঁও ছাত্র সংগঠন ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে জেলা শিক্ষা সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও সদর জগন্নাথপুর ইউনিয়নের চন্ডীপুর গ্রামে শিক্ষা সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।
পরে জেলা শিক্ষা সম্মেলনে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আব্দুল আওয়াল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসলাম মোল্লা, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সুচরিতা দেব, ওরাঁও ছাত্র সংগঠনের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেরিন এক্কা, বিশিষ্ট ওরাঁও সমাজবিদ বাবুলাল তিগ্যা, বীর মুক্তিযোদ্ধা চায়না রাম ওরাঁও প্রমূখ।
সম্মেলন শুরুর পূর্বে আদিবাসি ওরাঁও সম্প্রদায়ের নিয়মে জেলা প্রশাসককে বরণ করা হয়। সম্মেলনে বক্তব্যর মাধ্যমে ওরাঁও সম্প্রদায়ের মানুষের বিভিন্ন সমস্যা তুলে ধরা হয় ও জেলা প্রশাসক সেই সমস্যাগুলো সমাধানের আশ্বাস প্রদান করেন।
এবিএন/ রবিউল এহসান রিপন/জসিম/নির্ঝর