শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

সিরাজগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার ২

সিরাজগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার ২

সিরাজগঞ্জ, ১৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : সিরাজগঞ্জ পৌর এলাকার শহীদগঞ্জ পূর্বপাড়া মহল্লায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলেন, উক্ত মহল্লার রফিকুল ইসলাম বক্কুর ছেলে মতিন (৩৫) ও দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাংলাহিলির পূর্ব বাসুদেবপুর গ্রামের মৃত সিরাজের ছেলে সবুজ (৩৩)।

ডিবি পুলিশের ওসি (তদন্ত) রওশন আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার ভোর রাতে ডিবি পুলিশের একটি দল শহীদগঞ্জ পূর্বপাড়া মহল্লার আব্দুল মতিনের বাড়িতে অভিযান চালিয়ে তাদের ওই ২ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের দেয়া তথ্যে আব্দুল মতিনের বাড়ি থেকে ২৬ হাজার ৮শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ৪০ লাখ ২৫ হাজার টাকা। তারা দীর্ঘদিন ধরে এ মরন নেশা ব্যবসায় জড়িত ছিলেন। এ ব্যপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত