শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • পদ্মা নামে বিভাগের হেড কোয়ার্টার হবে ফরিদপুর: এলজিআরডি মন্ত্রী

পদ্মা নামে বিভাগের হেড কোয়ার্টার হবে ফরিদপুর: এলজিআরডি মন্ত্রী

পদ্মা নামে বিভাগের হেড কোয়ার্টার হবে ফরিদপুর: এলজিআরডি মন্ত্রী

ফরিদপুর, ১৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ঢাকা থেকে আলাদা করে পদ্মা নামে বিভাগ করে ফরিদপুরে হেড কোয়ার্টার স্থাপন করা হবে। ফরিদপুর অঞ্চলের মানুষকে কোন কাজের জন্য আর ঢাকায় যেতে হবে না।

আজ শুক্রবার সকালে ফরিদপুরের বদরপুরে আফসানা মঞ্জিলে সদর উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ প্রদান ও তিন ইউনিয়নের নদী ভাঙ্গণ কবলিতদের মধ্যে অনুদান বিতরণকালে এ কথা বলেন। তিনি আরো বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে ডিজিটালাইজেশন করার নিমিত্ত্বে ল্যাপটপ বিতরণ করা হচ্ছে। তিনি অরো বলেন, দেশ ডিজিটাল হলে দুর্ণীতি হ্রাস পাবে।

সদর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রভাংশু সোম মহানের সভাপতিত্বে এসময় সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেসাম হোসেন বাবর, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিব পদ দে প্রমূখ বক্তব্য রাখেন।

উল্লেখ্য, সদর উপজেলার ৯৬ টি শিক্ষা প্রতিষ্টানে ৯৬টি ল্যাপটপ ও নর্থচ্যানেল, ডিক্রিরচর ও আলীয়াবাদ ইউনিয়নের নদীভাঙ্গণ কবলিত ৬১জনকে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে অনুদান দেয়া হয়।

এবিএন/কে.এম. রুবেল/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত