শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • সুনামগঞ্জে কোর্ট জামে মসজিদের ইমামের বিরুদ্ধে স্মারকলিপি প্রদান

সুনামগঞ্জে কোর্ট জামে মসজিদের ইমামের বিরুদ্ধে স্মারকলিপি প্রদান

সুনামগঞ্জে কোর্ট জামে মসজিদের ইমামের বিরুদ্ধে স্মারকলিপি প্রদান

সুনামগঞ্জ, ১৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : সুনামগঞ্জ কোর্ট জামে মসজিদের ইমাম হাফেজ তাজুল ইসলামগং এর বিরুদ্ধে সন্ত্রাসী ও বেআইনী কর্মকান্ডের অভিযোগ এনে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে গৌরারং ইউনিয়নের ১১টি গ্রামের পক্ষে হাফিজ আমির উদ্দিন, আকামত আলী, আলম, সারুয়ার আহমদ ও আলী আহমদ আড়াইশতাধিক বাসিন্দার স্বাক্ষর নিয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে সুপারিশ করেন গৌরারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফুল মিয়াসহ ৭জন সদস্য। গৌরারং ইউনিয়নের রাধানগর, লালপুর, রাজারগাঁও, অচিন্তপুর, বৈঠাখালি, কুতুবপুর, চাঁনপুর, গবীন্দপুর, বড়ঘাট, পুরান লক্ষণশ্রী ও জগাইরগাঁও এর এলাকাবাসী স্মারকলিপিতে অভিযোগ করেন, আনুমানিক ১৫বছর পূর্বে রাধানগর গ্রামের গোরস্তানের জন্য ৩০হাজার টাকা গ্রহণপূর্বক গ্রামবাসীগণের অনুকুলে রেজিষ্ট্রারি করে দেওয়ার অঙ্গিকার করেন হাফেজ তাজুল ইসলাম। গ্রামবাসী দীর্ঘদিন গোরস্থান ব্যবহার করে আসা অবস্থায় বিগত ২০১৬সালে গ্রামবাসীকে দাফন করতে নিষেধ করেন তিনি। গ্রামবাসী এর প্রতিবাদ করলে তাদের হুমকি-ধমকি প্রদান করেন। স্থানীয় পঞ্চায়েতগণ বিচার-সালিশ করার উদ্যোগ নিলে পঞ্চায়েতগণকেও অপমানিত করা হয়।

অভিযোগে আরো প্রকাশ, গত ১৯ জানুয়ারি বৈঠাখালি পয়েন্টে খাস জমিতে স্থাপিত তার নিজ ঘরে আগুন দিয়ে স্থানীয় লোকজনের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেন তিনি। তার বিভিন্ন কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী বৃহস্পতিবার জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের অনুরুধ করেন।

এবিএন/অরুন চক্রবর্তী/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত