![‘বর্তমান ও আগামীতে সমাজ কাঠামো শিক্ষকদের উপর নির্ভরশীল’](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/16/abnews-24.bbbbbbbb_126188.jpg)
রাণীনগর (নওগাঁ), ১৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য মো. ইসরাফিল আলম বলেছেন, জ্ঞান সংরক্ষন ও সংগ্রহ করে যিনি শিক্ষার্থীদের মাঝে বোধগম্য ভাবে বিতরণ করে তিনিই শিক্ষক। শিক্ষকদের জ্ঞানের আহরন কারী ও তাপসি হতে হবে। শিক্ষকরা সততা, ন্যায়-নিষ্ঠার প্রতীক, ভদ্রতা, সভ্যতার ধারক ও বাহক। মানব সমাজ সৃষ্টিতে শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি। বর্তমান ও আগামীতে সমাজ কাঠামো আপনাদের উপর নির্ভরশীল। শিক্ষকরা যে ধরণের প্রজন্ম তৈরি করবেন আগামী দিনে সেই ধরণেরই সমাজ তৈরি হবে। সে কারণে জ্ঞান ও মেধা ভিত্তিক মানব সম্পদ তথা সমাজ গঠনে বর্তমান শেখ হাসিনার সরকার শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন।
শিক্ষকদের বিভিন্ন বিষয়ের উপর ট্রেনিং, ছাত্র-ছাত্রীদের বিনা মূল্যে বই বিতরণ, শিক্ষা উপ-বৃত্তি চালু সহ নানা মুখি পদক্ষেপ নিয়েছেন বর্তমান আওয়ামীলীগ সরকার। মাতা-পিতার পরেই শিক্ষার্থীদের নিকট শিক্ষকের স্থান। একজন ভাল শিক্ষার্থী শিক্ষকদের অনুকরণ করে চলে তাই শিক্ষকদের পোষাক-আষাক থেকে শুরু করে সব বিষয়ে বেশি বেশি সর্তকবান হতে হবে। ছাত্র-ছাত্রীদেরকে ক্লাসে নিয়মিত হতে হবে আর এই খেয়াল রাখার দ্বায়িত্ব শিক্ষকদের। প্রতিটা শিক্ষার্থীকে নিজেদের সন্তানের মত দেখার আহবান জানান তিনি।
আজ শুক্রবার বেলা ১১ টায় রাণীনগর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাণীনগর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে রাণীনগর মহিলা (অর্নাস) কলেজের অধ্যক্ষ মিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষক সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নওগাঁ জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট গোলাম মোহাম্মদ শাহ-নেওয়াজ, এএসপি মতিয়ার রহমান, জেলা শিক্ষা অফিসার মোসলেম উদ্দীন, রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া বিনতে তাবিব,
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুনূর রশিদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বারিক মোল্লা, সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু, রাণীনগর মহিলা (অনার্স) কলেজের উপাধক্ষ্য চন্দন কুমার মহন্ত, মধুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর, আল আমিন দাখিল মাদ্রসার ভারপ্রাপ্ত সুপার হারুনুর রশিদ, বড়িয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সখিন উদ্দীন প্রমুখ।
এবিএন/এ বাশার (চঞ্চল)/জসিম/তোহা