শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • রায় টাইপ শেষ হওয়ার সময় পর্যন্ত আদালত সময় নেবেন: আইনমন্ত্রী

রায় টাইপ শেষ হওয়ার সময় পর্যন্ত আদালত সময় নেবেন: আইনমন্ত্রী

রায় টাইপ শেষ হওয়ার সময় পর্যন্ত আদালত সময় নেবেন: আইনমন্ত্রী

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া), ১৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : আইন বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী এ্যাড. আনিসুল হক বলেন, রায়ের কপি ৬শ ৩২পৃষ্ঠা। এটা টাইপ করতে যত দিন সময় লাগে, আদালত তত দিন সময় নেবেন। এর চেয়ে এক মিনিট বেশি রাখার জন্য সরকারের কোনও ইচ্ছা নেই। আজ শুক্রবার দুপুরে আখাউড়া দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী উবায়দুল হকের মরদেহ দেখার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী আরও বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কোনও মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়নি। নতুন করে কোনও মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হবেও না। মামলার সার্টিফায়েড কপির বিষয়ে খালেদা জিয়ার আইনজীবীরা যা বলেছেন তা স¤পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

এবিএন/হান্নান খাদেম/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত