বুধবার, ০৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩১
logo

আখাউড়ায় প্রতিবন্ধিদের মাঝে নগদ অর্থ প্রদান

আখাউড়ায় প্রতিবন্ধিদের মাঝে নগদ অর্থ প্রদান

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া), ১৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দক্ষিণ ইউনিয়নের প্রবাসীদের সংগঠন ‘আখাউড়া দক্ষিণ ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংঘের’ উদ্যোগে ৩৮ জন প্রতিবন্ধিদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে।

আজ শুক্রবার বিকালে লন্ডন প্রবাসী নাহিদুল এহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রহিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. মুখলেসুর রহমান, মো. দ্বীন ইসলাম খাঁন, মামুন মিয়া, হারুন মিয়া, জুয়েল জয়, ইসহাক মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক লিটন ভূইয়া।

গত ১৩ জানুয়ারী হীরাপুর শহীদ নোয়াব উচ্চ বিদ্যালয় মাঠে ৯২ জন হত দরিদ্র, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করে প্রবাসী কল্যাণ সংঘ। এর আগে ২১ শে জানুয়ারী দক্ষিণ ইউনিয়নের ৪ টি মাদরাসায় এতিম ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সংগঠনটি।

প্রবাসী কল্যাণ সংঘের প্রচার স¤পাদক মো. দ্বীন ইসলাম খাঁন বলেন, মানবতা, সেবা, দেশ প্রেম, এই তিনটি বাক্য কে মনে প্রাণে ধারণ করে আমরা প্রবাসীরা দেশের অসহায় মানুষের জন্য কাজ করে

যাচ্ছি।

এবিএন/হান্নান খাদেম/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত