শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ঝিনাইদহে উইনম্যাক্স মোবাইল কোম্পানীর রিটেইলার সম্মেলন

ঝিনাইদহে উইনম্যাক্স মোবাইল কোম্পানীর রিটেইলার সম্মেলন

ঝিনাইদহে উইনম্যাক্স মোবাইল কোম্পানীর রিটেইলার সম্মেলন

ঝিনাইদহ, ১৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : ঝিনাইদহে উইনম্যাক্স মোবাইল কোম্পানীর রিটেইলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দিনব্যাপী শহরের জোহান ড্রিম ভ্যালী এন্ড পিকনিক স্পটে এ সম্মেল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উইনম্যাক্স মোবাইল কোম্পানীর চেয়ারম্যান মো. হোসেন খান।

এসময় বক্তব্য রাখেন, উইনম্যাক্স মোবাইল কোম্পানীর হেড অব সেলস্ কল্লোল কর বৈরাগী, শাহেদ শেখ রাহাত, শাকিলুজ্জামান, কুষ্টিয়া জেলা পরিবেশক আহসানুল হক আদলু, ঝিনাইদহ জেলা পরিবেশক আবু খালেদ বাবু, চুয়াডাঙ্গা জেলা পরিবেশক মাহবুব আলম রিংকু, মাগুরা জেলা পরিবেশক আশরাফুজ্জামান, মেহেরপুর জেলা পরিবেশক কার্জন আহম্মেদ। অনুষ্ঠান পরিচালনা করেন আজিজুল হক লিটন।

সম্মেলনে খুলনা বিভাগের ৬ জেলার ২২ টি উপজেলার ১ হাজার রিটেইলারবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলন থেকে জানানো হয়, উইনম্যাক্স মোবাইল কোম্পানী নতুন আঙ্গিকে, নতুন উদ্যোমে কাজ শুরু করেছে। এসময় গ্রাহক সেবা জনগণের দৌরগোড়ায় পৌছে দিতে রিটেইলারদের আরও ভালোভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

এবিএন/যবনিকা/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত