![‘২১ দফা দাবিতে ঢাকার সমাবেশ সফল করতে হবে’](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/16/jhenaidah_abnews24_126198.jpg)
ঝিনাইদহ, ১৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : বাংলাদেশ জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় প্রচার সম্পাদক কমরেড মোস্তফা আলমগীর রতন বলেছেন, কৃষক শ্রমিক তথা শ্রমিজীবী মানুষের ২১ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ডাকে ৩ মার্চের সোহরাওয়ার্দী উদ্যোনে ‘ঢাকা সমাবেশ’ কে সফল করতে হবে। এজন্য পাড়া-মহল্লা, হাট-বাজারে বৈঠক সমাবেশ করতে হবে।
তিনি আরো বলেন, কৃষকরা আজ বিভিন্নভাবে নিস্পেষিত, উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না। সহজে ব্যাংক ঋণ পায় না। উচ্চ সুদ আদায়কৃত এনজিও’র খপ্পরে পরে আরো দরিদ্র হচ্ছে। চিকিৎসার জন্য কাজে হাসপাতালে গেলে বা অন্য কোন কাজে অফিস-আদালতে গেলে তাদের কে গুরুত্ব দেয়া হয় না। তারা সঠিক সেবা পায় না। কৃষকের যেকোন সংকটে তাদের পাশে দাঁড়িয়ে আন্দোলন গড়ে তুলে তাদের অধিকার আদায় করতে হবে।
শুক্রবার ঝিনাইদহের কালীগঞ্জের রাফা প্লাজায় সংগঠনের উপজেলা আহবায়ক কমরেড লিয়াকত আলীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি মোফাজ্জেল হোসেন মঞ্জু, কৃষক নেতা শামসুর রহমান আক্তার, নিমাই চন্দ্র দে, ফারুক হোসেন, রেজাউল ইসলাম, রাহেন উদ্দীন প্রমুখ। একই স্থানে বৃহস্পতিবার কালীগঞ্জ উপজেলা জাতীয় কৃষক সমিতির সভা অনুষ্ঠিত হয়।
এবিএন/যবনিকা/জসিম/তোহা