![শরীর ঘটনে খেলাধুলার কোন বিকল্প নাই: সুবিদ আলী ভূঁইয়া](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/16/abnews-24.bbbbbbbbbbbbbb_126201.jpg)
দাউদকান্দি (কুমিল্লা), ১৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মেজর জেনারেল(অব.) সুবিদ আলী ভূইয়া বলেন, আমরা প্রায়ই বলি স্বাস্থ্য সকল সুখের মূল, এ স্বাস্থ্যই সুখের মূল ঠিক রাখতে হলে খেলাধুলার প্রতি নজর দিতে হবে, কারণ শরীর ঘটনে খেলাধুলার কোন বিকল্প নাই। শুক্রবার বিকালে দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কুমিল্লা উত্তর জেলা শেখ রাসেল ক্রীড়া একাডেমির শুভ উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ছাত্রছাত্রীদের উদ্ধেশ্যে তিনি বলেন, আমাদের দেশে ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল, কাবাডিসহ অনেক খেলা রয়েছে সব খেলা একজনকে দিয়ে সম্ভব হয়না । নিয়ম হলো জীবনে যদি কিছু করতে হয় তাহলে যে কোন একটা খেলা ধরবে এবং তা ভালো করে অনুশীলনের মাধ্যমে চেষ্টা করবে তাহলেই সাফল্য আসবে ইনশাল্লাহ।
কুমিল্লা উত্তর জেলা শেখ রাসেল জাতীয় শিশুকিশোর পরিষদের সভাপতি সাঈদি সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তবে এফবিসিসিআই পরিচালক হেলেনা জাহাঙ্গীর বলেন, বর্তমান সমাজে মাদকের যে ভয়াবহতা তা থেকে সমাজকে বাচাতে খেলার কোন বিকল্প নেই। একমাত্র খেলাধুলাই পারে মাদক আসক্ত থেকে বাচ্চাদের দুড়ে রাখতে। তাই যারা এই শেখ রাসেল ক্রীড়া একাডেমির সাথে সম্পৃক্ত তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি প্রধান অতিথির দৃষ্টি আকর্ষন করে দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গ্যালারী নির্মাণ করার দাবী জানান এবং আয়োজকদের উদ্দেশ্যে খেলাধুলায় বাচ্চাদের উৎসাহ বাড়ানোর জন্য স্পন্সারেরও ঘোষণা করেন।
দাউদকানি উপজেলা শেখ রাসেল জাতীয় শিশুকিশোর পরিষদের সভাপতি সানি হাসান ও সাধারণ সম্পাদক আসিফ সরদারের পরিচালনায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা আ’লীগ সভাপতি আহসান হাবীব চৌধুরী লিল মিয়া, দাউদকান্দি পৌর আ’লীগ সভাপতি আহম্মদ উল্লাহ, উপজেলা যুবলীগের আহবায়ক শাজাহান খন্দকার, উপজেলা শ্রমিকলীগ সভাপতি রকিব উদ্দিন রকিব, ছাত্রলীগ সভাপতি তারিকুল ইসাম নয়ন প্রমূখ।
এবিএন/জাকির হোসেন হাজারী/জসিম/তোহা