আগৈলঝাড়া (বরিশাল), ১৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : বরিশালের আগৈলঝাড়ায় প্রতিপক্ষের হামলায় ভিপিসহ ৪জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। ভিপিসহ ৩জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ও স্থানীয়সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার রামানন্দের আঁক গ্রামে মামা সুব্রত হালদারের বাড়ির একটি অনুষ্ঠানে যায় বড় বাশাইল গ্রামের রমণী ঘটকের ছেলে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ ছাত্র সংসদের ভিপি রাজীব ঘটক।
সেখানে মামাদের সাথে বাটরা এলাকার অনিল রায়ের ছেলে রনজিৎ রায়ের একটি পুকুর লিজের মাছ ধরাকে কেন্দ্র করে মামা সুব্রত হালদারের সাথে বাকবিতন্ডার একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে হামলা সংঘর্ষ বাঁধে। এসময় সুব্রত হালদার, সৈকত হালদারকে পিটিয়ে আহত করে প্রতিপক্ষরা। হামলা ফিরাতে গেলে প্রতিপক্ষরা ভিপি রাজীব ঘটককে কুপিয়ে জখম করে। প্রতিপক্ষের রনজিৎ রায়ও এসময় আহত হয়। আহত রাজীবসহ ৩জনকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এবিএন/অপূর্ব লাল সরকার/জসিম/তোহা