শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনার পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধন
স্বেচ্ছায় পরিচ্ছন্ন সহায়ক

ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনার পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধন

ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনার পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধন

ঝিনাইদহ, ১৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : ভাষার মাস ফেব্রুয়ারি। ভাষা শহীদদের সম্মান জানাতে ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনার স্বেচ্ছায় পরিচ্ছন্ন সহায়ক কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে শহীদ মিনার চত্বরে ঝাড়– দিয়ে এ কর্মসূচীর উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পৌরসভার মেয়র ও চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি’র সভাপতি আলহাজ সাইদুল করিম মিন্টু।

এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আছাদ, নিরাপদ সড়ক চাই (নিসচা) জেলা শাখার সাধারণ সম্পাদক নিয়ামুল হক সবুজ, সহ-সভাপতি শাহীনুর আলম লিটন, সাহিত্যিক সুমন শিকদার প্রমুখ। এসময় আলহাজ্ব সাইদুল করিম মিন্টু বলেন, খুলনা বিভাগের বৃহত্তম শহীদ মিনার ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনার। প্রতিদিন এই শহীদ মিনার পরিস্কার করা হয়। ভাষার মাস ফেব্র“য়ারি উপলক্ষে ১৬ থেকে ২০ ফেব্র“য়ারি বিকাল ৫ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত শহীদ মিনার চত্বর পরিস্কার পরিচ্ছন্ন করা হবে।

এবিএন/যবনিকা/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত