
বান্দরবান, ১৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : বান্দরবানের লামায় ৫ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ৩৩/১১ কেভির বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রকল্পের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক দীলিপ কুমার বণিক, বিদ্যুৎ বিভাগের প্রকল্প পরিচালক প্রকৌশলী মতিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাশরুফ হোসেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবানের নির্বাহী প্রকৌশলী আব্দুল আজিজ, লামা পৌরসভার মেয়র জহিরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, লামায় বিদ্যুতের সাব-স্টেশনটির কারণে লামা, আলীকদম, চকরিয়াসহ আশপাশের এলাকার মানুষ বিদ্যুৎ সুবিধা পাবেন।
এবিএন/মোহাম্মদ আব্দুর রহিম/জসিম/তোহা