![গঙ্গাচড়ায় মাদকসহ গ্রেফতার ২](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/16/grefter@abnews_126229.jpg)
গঙ্গাচড়া (রংপুর), ১৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : রংপুরের গঙ্গাচড়ায় গতকাল বৃহস্পতিবার বিশেষ অভিযান চালিয়ে ফেন্সিডিল ও ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে গঙ্গাচড়া মডেল থানার এসআই আহসান হাবিব উপজেলা ডাকবাংলো মাঠ থেকে ৪০ পিচ ইয়াবাসহ সদর ইউনিয়নের মনাকষা গ্রামের মৃত উপিল চন্দ্র রায়ের ছেলে প্রতাব চন্দ্র রায়কে এবং রাত ১০ টার দিকে এসআই রেজাউল আলম সরকার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের সামন থেকে ৪ বোতল নিষিদ্ধ ফেন্সিডিলসহ সদর ইউনিয়নের উত্তরপাড়ার মতিয়ার রহমান মতির ছেলে মোক্তারুল ইসলাম ওরফে বিঙ্গি কে গ্রেফতার করে।
গঙ্গাচড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবাসহ ২ জনকে আটক করা হয় এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
এবিএন/এস এম স্বপন/জসিম/রাজ্জাক