শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

নওগাঁয় সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত

নওগাঁয় সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত

বদলগাছী (নওগাঁ), ১৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : নতুন প্রজন্মকে শুদ্ধ বাংলা চর্চায় উদ্বুদ্ধ করতে স্থানীয় একটি সামাজিক সংগঠন ‘একুশে পরিষদ নওগাঁর’ ভাষার মাসে ৬দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। কর্মসূচীর অংশ হিসেবে ‘শুদ্ধ বাংলা, শুদ্ধ উচ্চারণ’ স্লোগানে প্রথম দিন সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে ফেস্টুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন, পুলিশ সুপার ইকবাল হোসেন।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় জেলা পুলিশ লাইন্স মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আকতার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফারজানা হোসেন, বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শরিফুর রহমান, একুশে পরিষদের উপদেষ্টা ময়নুল হক দুলদুল, সভাপতি অ্যাডভোকেট ডিএম আব্দুল বারী, সাধারন সম্পাদক এমএম রাসেল। র‌্যালীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় পাঁচশতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

পরে কেডি সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভায় সুন্দরবনের জলদস্যুদের স্বাভাবিক জিবনে ফিরিয়ে আনার অন্যতম প্রধান অনুপ্রেরনাকারী নওগাঁর কৃতি সন্তান সাংবাদিক মহসীন-উল-হাকিমকে সংবর্ধনা প্রদান করা হয়।

পুলিশ সুপার ইকবাল হোসেন শিক্ষার্থীদের উদ্যেশে বলেন, তোমরা মাদককে না বলবে। ভূলেও কখনো মাদক গ্রহন করবেনা। যৌতুক নিয়ে বিয়ে করার আগ্রহ মন থেকে মুছে ফেলবে। যৌতুক একটি সামাজিক ব্যাধি। আমরা জঙ্গীবাদকে ঘৃণা করব। কখনো জঙ্গীবাদ বা অপরাধ মূলক কর্মকান্ডের সাথে নিজেকে জড়াবো না।

সংগঠনের সভাপতি অ্যাডভোকেট ডিএম আব্দুল বারী বলেন, ‘যে চেতনা নিয়ে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে আমরা রাষ্ট্রভাষা বাংলা পেয়েছি। আজকে আমরা তা ভুলতে বসেছি। আজ আমাদের ছেলে-মেয়েরা শুদ্ধ বাংলা অর্থাৎ প্রমিত বাংলায় পারদর্শী নয়। ফলে তারা শুদ্ধভাবে বাংলা বলতে পারে না। যদি তারা শুদ্ধ বাংলা না জানে তাহলে তারা রবি ঠাকুর, নজরুল, জীবনান্দকে কীভাবে বুঝবে? তাই তরুণ প্রজন্মকে শুদ্ধ বাংলা চর্চায় উদ্বুদ্ধ করা প্রয়োজন। এই তাগিত থেকে গত জানুয়ারি মাস থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সমাবেশ করে আমরা শুদ্ধ বাংলা চর্চা উদ্বুদ্ধ করছি।

এবিএন/হাফিজার রহমান/জসিম/রাজ্জাক

হবিগঞ্জে ৬ ডাকাত আটক

হবিগঞ্জ, ১৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : আজ শুক্রবার ভোররাতে হবিগঞ্জে সদর উপজেলার শংকরপাশা গ্রামে অভিযান চালিয়ে ৬ ডাকাতকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, আন্তঃজেলা একদল ডাকাত ডাকাতির প্রস্তুতির সময় গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ভোররাতে সেখানে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা তাদের উপর আক্রমন করে। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছুড়লে বাহার ও ফরহাদ গুলিবিদ্ধ হয়। অন্যরা পালিয়ে যাওয়ার সময় পুলিশ গুলিবিদ্ধ ২ জনসহ ৬ ডাকাতকে আটক করে।

আহত দুই ডাকাতকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ ডাকাত তল্লাশী করে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করে।

এবিএন/মোঃ নুরুজ্জামান ভূইয়া/জসিম/রাজ্জাক

ভূরুঙ্গামারীতে বাল্যবিয়ে রোধে সমন্বিত জীবন দক্ষতা প্রশিক্ষণ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম), ১৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে “বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি) প্রকল্পের আওতায় বাল্যবিয়ে রোধে ইয়ুথ গ্রুপের সমন্বিত জীবন দক্ষতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে আরডিআরএস বাংলাদেশ, সিডা ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় ভুরুঙ্গামারী মহিলা ডিগ্রী কলেজে ইয়ুথ গ্রুপের সদস্যদের দিনব্যাপী এ প্রশিক্ষণ প্রদান করেন রবিউল ইসলাম, উপজেলা সমন্বয়কারী এবং প্রসেনজিৎ সরকার ইউনিয়ন ফ্যাসিলিটেটর বিবিএফজি প্রজেক্ট, আরডিআরএস বাংলাদেশ। এ সময় উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী মহিলা ডিগ্রী কলেজ প্রভাষক সফিয়ার রহমান, আইনুল হক ও রোমিও জাহান।

২০২১ সালের মধ্যে বাংলাদেশে ১৫ বছরের নীচে বাল্যবিয়েকে শূণ্য করা এবং ১৮ বছরের নিচে মেয়ে শিশুদের বিয়ের হার এক-তৃতীয়াংশে নামিয়ে আনার লক্ষ্যে ভূরুঙ্গামারী মহিলা ডিগ্রী কলেজে ৩০ জন ছাত্রীর সমন্বয়ে ইয়ুথ গ্রুপ গঠিত হয়েছে।

এ প্রক্ষিক্ষনের মাধ্যমে মেয়ে শিশুরা বাল্যবিবাহ ও অন্যান্য ক্ষতিকর জেন্ডার বিষয়ক প্রচলিত ধারণা ও ব্যবহার থেকে নিজেদেরকে রক্ষা করে নিজেদের ভবিষ্যৎ উন্নয়নের লক্ষ্য নির্ধারণ করতে প্রতিজ্ঞাবদ্ধ হবে এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের যুবরা শিশু সুরক্ষা, জীবন দক্ষতা, নেতৃত্ব, জেন্ডার এবং প্রযুক্তির নিরাপদ ব্যবহার বিষয়ে সমন্বিত দক্ষতা অর্জন করে শিশু অধিকার ও সুরক্ষা, বাল্যবিবাহের কুফল ও প্রতিরোধের বিষয়ে দক্ষ হবে।

এবিএন/এ এস খোকন/জসিম/রাজ্জাক

দেবহাটার অজ্ঞাত শিশুর লাশের সাথে ডবল মার্ডার সম্পৃক্ত

দেবহাটা, ১৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : দেবহাটার ইছামতি নদী থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা সাড়ে ৪ বছরের মেয়ে শিশুর লাশের পরিচয় মিলেছে। আজ শুক্রবার বিকালে পুলিশী তদন্তে এই বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া গেছে বলে পুলিশ নিশ্চিত করেছে। মেয়েটির বাড়ি ঋিনাইদহ জেলার মহেশপুর থানার যাদবপুর গ্রামে। বৃহস্পতিবার সাতক্ষীরার কালীগঞ্জ থানা পুলিশ ঐ মেয়েটির মায়ের লাশ উদ্ধার করার পরে বিস্তারিত তথ্য প্রকাশ পায়।

পুলিশের দেয়া তথ্য মতে জানা গেছে, গত ১২-০২-১৮ তারিখ সোমবার বিকাল সাড়ে ৫ টার দিকে স্থানীয়রা ইছামতি নদীতে একটি মেয়ে শিশুর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে দেবহাটা থানার ওসি কাজী কামাল হোসেন সহ সঙ্গীয় পুলিশ ফোর্স গিয়ে লাশটি উদ্ধার করেন।

এ বিষয়ে দেবহাটা থানায় স্থানীয় গ্রাম পুলিশ বাদী হয়ে একটি ইউডি মামলা দায়ের করেন। পরে গত বৃহস্পতিবার সাতক্ষীরার কালীগঞ্জে ইছামতি নদী থেকে অজ্ঞাতনামা এক মহিলার লাশ কালীগঞ্জ থানা পুলিশ উদ্ধার করে।

লাশের শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন থাকায় এ বিষয়ে কালীগঞ্জ থানার এসআই ইসরাফিল হোসেন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০৬, তাং- ১৫-০২-১৮ ইং। মামলা পরবর্তী পুলিশ ঐ মহিলার ছবি বিভিন্ন মাধ্যমে দিয়ে তদন্ত শুরু করে।

তদন্তে জানা গেছে, মহিলাটির নাম রিবনা আকতার (২২)। সে ঋিনাইদহ জেলার মহেশপুর থানার যাদবপুর গ্রামের মুছা শেখের স্ত্রী। গত কয়েকদিন আগে রিবনা আকতার তার মেয়ে মুন্নী আকতারকে নিয়ে বাড়ি থেকে কাউকে কিছু না বলে চলে আসে। এ বিষয়ে রিবনার স্বামী মুছা শেখ মহেশপুর থানায় গত ১০-০২-১৮ ইং তারিখে একটি সাধারন ডাইরী করেন।

কালীগঞ্জ থানার হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুধাংশু কুমার জানান, কালীগঞ্জ থানায় উদ্ধার হওয়া মহিলার লাশের ছবি ও দেবহাটা থানায় উদ্ধার হওয়া শিশুটির লাশের ছবি তাদের পরিবারের সদস্যরা সনাক্ত করেছে।

হত্যার কারন সম্পর্কে তিনি বলেন, বিষয়টি পুলিশ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। তবে হত্যার বিষয়ে পরকীয়া সংক্রান্ত বিষয় থাকতে পারে বলে তিনি জানান। তবে স্থানীয়দের ধারনা মেয়ে ও মাকে হত্যা করে ইছামতি নদীতে ফেলে দিয়ে ঘাতকরা লাশগুলো গুম করতে চেয়েছিলো।

এবিএন/আর.কে.বাপ্পা/জসিম/রাজ্জাক

কিশোরগঞ্জে ট্রেনের কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু

কিশোরগঞ্জ, ১৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : কিশোরগঞ্জের মহিনন্দে আন্ত:নগর বিজয় এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে হাসান আলী মুন্সি (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত হাসান আলী মুন্সি করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের ইসলামপাড়া গ্রামে। সে মৃত আক্তার হোসেন ভূঁইয়ার ছেলে। আজ শুক্রবার বিকেলে সদর উপজেলার নীলগঞ্জ রেলস্টেশন অদূরে ফকিরবাড়ি রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

কিশোরগঞ্জ রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক আল আসানুল কবির জানান, ঘটনার সময় নীলগঞ্জ রেলস্টেশন অদূরে ফকিরবাড়ি রেলক্রসিং এলাকায় রাস্তা পার হচ্ছিলেন হাসান আলী মুন্সি। এসময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী আন্ত:নগর বিজয় এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে যায়। তিনি আরো জানান, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

এবিএন/তৃপ্তি রঞ্জন সেন/জসিম/রাজ্জাক

পাইকগাছায় আদালতের নথি চুরির অভিযোগে আটক ২

পাইকগাছা (খুলনা), ১৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : পাইকগাছা আদালতের নথি চুরি করার অভিযোগে পুলিশ সাবেক সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা (তহশীলদার) সহ ২জনকে আটক করেছে। এ ঘটনায় ৩জনকে আসামী করে থানায় মামলা হয়েছে। পুলিশ আটককৃতদের ৭ দিনের রিমান্ড আবেদন চেয়ে আদালতে পাঠিয়েছে।

থানা পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, পাইকগাছা পৌরসভার ৯নং ওয়ার্ড বাতিখালী গ্রামের মৃত শহর আলী মোড়লের ছেলে মোঃ খলিলুর রহমান (৫৫) গত বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের এজলাস রুমে গিয়ে বেঞ্চ সহকারী দিনেশ কুমার হালদারের নিকট সি.আর ২৯৪/১১ নং মামলার মুল নথি দেখতে চায়।

এ সময় বেঞ্চ সহকারী তাকে আইনজীবীর মাধ্যমে যোগাযোগ করতে বললে তিনি নথিটি দেখার জন্য বেঞ্চ সহকারীকে বিনীতভাবে অনুরোধ করেন। হঠাৎ বেঞ্চ সহকারী ম্যাজিষ্ট্রেট স্যারের খাস কামরায় যায়। এ সুযোগে খলিলুর রহমান টেবিলের উপরে থাকা সি.আর ২৯৪/১১ নং মামলার মুল নথি নিয়ে পালিয়ে যায়।

উল্লেখ্য, উক্ত মামলার আসামী হচ্ছেন পৌরসভার ৮নং ওয়ার্ডের মৃত জত্তন আলী গাজীর ছেলে সাবেক তহশীলদার জি,এম, আব্দুল খালেক (৬৫) দম্পত্তি। মামলাটি ২০১১ সালে ষোলআনা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে করা হয়। খলিল ৫ হাজার টাকার বিনিময়ে আদালত থেকে নথিটি নিয়ে খালেককে দেয় মর্মে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় বেঞ্চ সহকারী দিনেশ কুমার হালদার বাদী হয়ে গত বৃহস্পতিবার খলিলুর রহমান, আব্দুল খালেক ও খালেকের স্ত্রী ফিরোজা বেগম (৫৫) কে আসামী করে থানায় মামলা করে। যার নং- ৩১, তাং- ১৫/০২/২০১৮।

ওসি অপারেশন প্রবীণ চক্রবর্তী জানান, মামলার আসামী খলিল ও খালেককে বুধবার আটক করা হয়। তদন্ত কর্মকর্তা এস,আই আবু সাঈদ জানান, নথি চুরির বিষয়টি খলিল প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। সে ৫ হাজার টাকার বিনিময়ে নথিটি আদালত থেকে চুরি করে নিয়ে খালেককে দেয় বলে জানিয়েছে। তবে খালেক বিষয়টি এখনও স্বীকার করেনি। শুক্রবার সকালে আটককৃতদের ৭ দিনের রিমান্ড আবেদন চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশের এ কর্মকর্তা জানিয়েছেন।

এবিএন/তৃপ্তি রঞ্জন সেন/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত