রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo

কিশোরগঞ্জে ট্রেনের কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু

কিশোরগঞ্জে ট্রেনের কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু

কিশোরগঞ্জ, ১৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : কিশোরগঞ্জের মহিনন্দে আন্ত:নগর বিজয় এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে হাসান আলী মুন্সি (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত হাসান আলী মুন্সি করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের ইসলামপাড়া গ্রামে। সে মৃত আক্তার হোসেন ভূঁইয়ার ছেলে। আজ শুক্রবার বিকেলে সদর উপজেলার নীলগঞ্জ রেলস্টেশন অদূরে ফকিরবাড়ি রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

কিশোরগঞ্জ রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক আল আসানুল কবির জানান, ঘটনার সময় নীলগঞ্জ রেলস্টেশন অদূরে ফকিরবাড়ি রেলক্রসিং এলাকায় রাস্তা পার হচ্ছিলেন হাসান আলী মুন্সি। এসময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী আন্ত:নগর বিজয় এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে যায়। তিনি আরো জানান, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

এবিএন/নাজমুল/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত