![বাড্ডায় ছেলের সঙ্গে রাস্তা পার হতে গিয়ে কার্ভাড ভ্যানচাপায় মা নিহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/17/badda-accident_126252.jpg)
ঢাকা, ১৭ ফেব্রুয়ারি, এবিনিউজ : রাজধানীর বাড্ডায় কাভার্ড ভ্যানের চাপায় রিজিয়া বেগম (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। আজ শনিবার ভোরে বাড্ডার ফুজি টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিজিয়া বেগমের বাড়ি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার গাংনী গ্রামে। তিনি বাড্ডায় ছেলের বাসায় বেড়ানো শেষে তার ছেলে মান্নানের সঙ্গে বাড়ি ফেরার জন্য বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। রিজিয়া বেগম তার ছেলের সঙ্গে বাড্ডার ফুজি টাওয়ারের সামনে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি কাভার্ড ভ্যান এসে তাকে চাপা দেয়। দুর্ঘটনার পর মান্নানসহ আশপাশের লোকজন রিজিয়া বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সকাল সাতটার দিকে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি