ঢাকা, ১৭ ফেব্রুয়ারি, এবিনিউজ : রাজধানীর মধ্যবাড্ডায় নির্মাণাধীন ইউলুপের একটি লোহার বিম ভেঙে পড়েছে। আজ শনিবার সকাল ৮টার দিকে বিমটি ভেঙে পড়ে। এরপর ফলে বাড্ডা-রামপুরা এলাকায় ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তর বিভাগ জানিয়েছে, আজ শনিবার সকালে ইউলুপের একটি লোহার বিম রাস্তার উপর ভেঙে পড়ে বাড্ডা-রামপুরা রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। অাধা ঘণ্টার মধ্যে ট্রাফিক পুলিশ, বাড্ডা থানা পুলিশ ও নির্মাণ শ্রমিকদের সহযোগিতায় ইউলুপের লোহার বিমটি সরিয়ে নেয়া হয়। পৌনে ৯টা থেকে রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়।
এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি