শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত

খাগড়াছড়ি, ১৭ ফেব্রুয়ারি, এবিনিউজ : খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে দীলিপ কুমার চাকমা ওরফে বিনয় চাকমা (৪২) নামে ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের এক কর্মী নিহত হয়েছে। নিহত বিনয় জেলার পানছড়ি উপজেলার মনিপুর গ্রামের সন্তোষ চাকমার ছেলে।

আজ শনিবার সকাল ৯টার দিকে জেলা সদরের হরিনাথ পাড়া এলাকায় এ হত্যাকা- ঘটে। এ ঘটনার জন্য ইউপিডিএফ গণতান্ত্রিককে দায়ী করছেন ইউপিডিএফ’র (প্রসীত) গ্রুপের খাগড়াছড়ি জেলা সংগঠক মাইকেল চাকমা।

অপর দিকে, ইউপিডিএফ গণতান্ত্রিকের সদস্য সচিব জলেয়া চাকমা তরু জানান, এখানে দুই পক্ষের মধ্যে গুলিবিনিময়ে একজন নিহত হয়েছে। তবে এ ঘটনার ইউপিডিএফ গণতান্ত্রিক জড়িত নয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মো. আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীদের বরাত দিয়ে জানান, সকালে নিজের বাড়ির সামনে দিলীপসহ কয়েকজন বসে ছিলেন। এ সময় একদল অস্ত্রধারী দিলীপকে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এবিএন/মাইনউদ্দিন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত