![নরসিংদীতে একুশে বই মেলা আয়োজনের দাবীতে মানববন্ধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/17/abnews-24.bbbbbbbbb_126292.jpg)
নরসিংদী, ১৭ ফেব্রুয়ারি, এবিনিউজ : নরসিংদীতে সরকারি কলেজ মাঠে অমর একুশে বই মেলা আয়োজন করার দাবীতে মানববন্ধন করেছে জেলার শিক্ষার্থী, পাঠক সমাজ ও সাংস্কৃতিক সংগঠন। আজ দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত নরসিংদী সরকারি কলেজের সামনে এক ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন, নরসিংদী মডেল কলেজের প্রভাষক নাজমুল আলম সোহাগ, নরসিংদী সরকারি কলেজের প্রভাষক নাদিরা ইয়াসমীন, মুক্তধারা নাট্য সম্প্রদায়ের সাধারণ সম্পাদক হাসান মাহমুদ সনেট, কবি সুমন ইউসুফ, কবি রবিউল আলম নবী, কবি আক্তারুজ্জামান, কবি সুমন আফ্রাদ, কবি অনির্বান মাহবুব, কবি এমরানুর রেজা, বন্ধুসভার খান মোহাম্মদ মৃদুল ও হিমু পরিবহন এর সদস্য সহ বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রী বৃন্দ।
এসময় বক্তারা বলেন, ২০১৬ সালে নরসিংদী সরকারি কলেজ মাঠে বইমেলা অনুষ্ঠিত হওয়ার পর জেলা প্রশাসনের সাথে কলেজ কর্তৃপক্ষের সাথে একটি ভুল বুঝাবুঝির কারণে দূরত্বের সৃষ্টি হয়। সেই থেকে গত বছর এই কলেজ প্রাঙ্গণে প্রাণের বই মেলা অনুষ্ঠিত হয়নি। এবারও হচ্ছে না। আমরা চাই প্রতি বছর এই সরকারি কলেজ মাঠে আমাদের প্রাণের বই মেলা অনুষ্ঠিত হবে। এবছর আমাদের বই মেলা নরসিংদী সরকারি কলেজ মাঠে আয়োজন করার আহবান জানান জেলা প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষকে।
এবিএন/সুমন রায়/জসিম/তোহা