![বদলগাছীতে কমছে কৃষি জমি, পরিবেশ হারাচ্ছে ভারসাম্যতা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/17/abnews-24.bbbbbbbbbbbbbbbb_126303.jpg)
বদলগাছী (নওগাঁ) ১৭ ফেব্রুয়ারি, এবিনিউজ : নওগাঁর বদলগাছীতে কমছে কৃষি জমি পরিবেশ হারাচ্ছে তার ভারসাম্যতা। বদলগাছী উপজেলায় ৮টি ইউনিয়নে অপরিকল্পিত ও অপরিমিত ভাবে ভূমি ব্যবহার জনিত কারণে কৃষি জমি কমে যাচ্ছে ও পরিবেশ হারাচ্ছে তার ভারসাম্যতা বলে উপজেলার পরিবেশ সচেতন মহলের ভ্যাসে মত পসনে জানাগেছে। আমরা সবাই কম বেশী জানি বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের মধ্যে সবচেয়ে মূলবান সম্পদ হলো ভূমি সম্পদ।
এই ভূমি থেকে আমরা খাদ্য, বস্ত্র (তুলা), বৃক্ষ, বাসস্থান, রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, শিল্প, খনি ও অন্যান্য অবকাঠামো নির্মান সহ জীবন রক্ষাকারী ঔষধের উপাদান সমূহ পেয়ে থাকি। এ মূল্যবান এই ভূ-সম্পদ আজ নানা ভাবে মারাত্মক অবক্ষয়ের সম্মুখীন হয়ে পরছে। উপজেলায় বাড়ছে মানুষ, একই সাথে বৃদ্ধি পাচ্ছে তাদের জীবন জীবিকার চাহিদা। চাহিদা ও প্রয়োজন মেটাতে গিয়ে মানুষ ভূমির অপরিকল্পিত ভাবে ব্যবহার করছে। ফলশ্রতিতে ভূমির অপব্যবহার আজ উপজেলার সর্বত্র দৃশ্যমান হয়ে পড়েছে।
উপজেলা ভূমি অফিসের একটি সুত্রে জানায় ১৯৬৬ সাল থেকে ৭০ সাল পর্যন্ত ভূমি জরিপ (রেকর্ড) যা ৭২ সালে চূড়ান্ত আর.এস খতিয়ান মতে উপজেলার ৮টি ইউনিয়নে মোট জমির পরিমান ৫১ হাজার ৮শ ৪০ একর। মোট কৃষি জমির পরিমান ৪৯ হাজার ২শ ১৮.৭৯ একর। বাড়ী, ঘর, দোকান পাট, চাতাল, ইট-ভাটা, স্কুল-কলেজ, রাস্তা-ঘাট, অফিস-আদালত, বিল, ডোবা, নদী, বাঁধ সহ অন্যান্য অকৃষি জমির পরিমান ২ হাজার ৬শ ২১.২১ একর। স্বাধীনতার পর থেকে কৃষি জমিতে বাড়ী ঘর সহ বিভিন্ন অবকাঠামো অপরিকল্পিত ভাবে নির্মানের ফলে ৩শ ১৫.৭৫ একর কৃষি জমি জ্যামিতিক হারে কমেছে। সেই ক্ষেত্রে উপজেলায় মোট অকৃষি জমির পরিমান দাড়িয়েছে ২ হাজার ৯শ ৩৬.৬৯ একর।
বদলগাছী উপজেলা কৃষি অফিসার হাসান আলী এর সাথে কথা বললে সে বলেন কৃষি জমি হ্রাসের কথা স্বীকার বলেন দ্রত কৃষি জমি হ্রাস রোধ করতে না পারলে কৃষি উৎপাদনে ব্যাপক বিপর্যয় নেমে আসবে। অপর দিকে বিল ঝিল ভরাট করার পর পানি সংকট সৃষ্টি এবং বৃক্ষ নিধন করা হচ্ছে প্রতিনিয়ত। যার কারনে জলবায়ু পরিবর্তন ঘটায়ে অতিবৃষ্টি অনাবৃষ্টি জনিত কারনে বায়ুমন্ডলের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। হারাচ্ছে জীব বৈচিত্র এবং পানির স্ত্রর নেমে যাচ্ছে অতি গভীরে । ফলে বিরুপ প্রভাব পড়ছে কৃষির উপর।
কৃষি জমি হ্রাস রোধ করতে না পারলে কৃষি উৎপাদন কমিয়ে উপজেলার জন খাদ্য ঘাটতি এমন এক পর্যায়ে পৌঁছাবে তিনি মনে করেন। যাতে করে অন্য জেলা বা বি দেশ থেকে খাদ্য আমদানি করা ছাড়া কোন বিকল্প পথ থাকবেনা। দেশও হারাবে খাদ্য স্বয়ংস্পূর্ণতা অর্জন থেকে। শুধু তাই নয় প্রাকৃতিক পরিবেশের ভয়ংকর বিপর্যয় ঘটতে পারে জন্যয়, যাতে করে জীব বৈচিত্র বেঁচে থাকার প্রাকৃতিক পরিবেশ মারাত্মক হুমকির সম্মুখীন না ঘটে এজন্য বদলগাছী উপজেলার সমাজ ও পরিবেশ সচেতন মহলের অভিমতে প্রকাশ পাওয়া যায়।
এবিএন/হাফিজার রহমান/জসিম/তোহা