সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo

শীতকালীন ছুটি শেষে আবারো কর্মচঞ্চল ইবি ক্যাম্পাস

শীতকালীন ছুটি শেষে আবারো কর্মচঞ্চল ইবি ক্যাম্পাস

ইবি (কুষ্টিয়া), ১৭ ফেব্রুয়ারি, এবিনিউজ : শীতকালীন ছুটি শেষে আবারো কর্মচঞ্চল হয়ে উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয়। ১৪ দিনের ছুটি শেষে আজ (শনিবার) খুলেছে ক্যাম্পাস। ফলে সাড়ে ৮টা-৪টা কর্মঘন্টায় পুনরায় ক্যাম্পাসের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে বলে রেজিস্ট্রার অফিস সূত্রে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ জানান, ‘শীতকালীন ছুটি শেষে ক্যাম্পাসের একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে। ফলে, ক্যাম্পাসে পূর্বের ন্যায় আবারো কর্মচঞ্চলতা ফিরে এসেছে।’

ক্যাম্পাস ঘুরে দেখা যায়, শিক্ষার্থীদের উপস্থিতি মোটামুটি থাকলেও শিক্ষকদের উপস্থিতি ছিল তুলনামূলক কম। ফলে প্রথমদিনে খুব বেশী ক্লাস অনুষ্ঠিত হয়নি। তবে বেশকটি বিভাগে দু-একটি করে ক্লাস অনুষ্ঠিত হয়েছে বলে শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়।

এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন ঘুরে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল উল্লেখ্যযোগ্য। তবে ছুটির পর কাজের চাপ না থাকায় অলস সময় পার করতে দেখা গেছে তাদের।

উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি শুরু হয়েছিল গত ৬ ফেব্রুয়ারী, যা শেষ হয়েছে ১৪ ফেব্রুয়ারী। তবে ১৫ ও ১৬ ফেব্রুয়ারী যথাক্রমে বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় ক্লাস-পরীক্ষা শুরু হয় ১৭ ফেব্রুয়ারী শনিবার থেকে। স্বল্পদিনের ছুটি বিবেচনায় এবারের শীতকালীন ছুটিতে ছাত্র-ছাত্রীদের ৮টি আবাসিক হল খোলা রাখা হয়েছিল।

প্রসঙ্গত, এবারের শীতকালীন ছুটি একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ২৩ জানুয়ারী থেকে ৩ ফেব্রুয়ারী পর্যন্ত নির্ধারিত ছিল। তবে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন (৭জানুয়ারী) উপলক্ষে তা স্থগিত করে ৬ থেকে ১৪ ফেব্রুয়ারী পুন:নির্ধারণ করা হয়।

এবিএন/অনি আতিকুর রহমান/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত