![নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির বার্ষিক সদস্য সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/17/nator@abnews_126318.jpg)
বড়াইগ্রাম (নাটোর), ১৭ ফেব্রুয়ারি, এবিনিউজ : নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ৩৪তম বার্ষিক সদস্য সভা আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে। নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় সমিতির সদর দপ্তরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সমিতি বোর্ডের কোষাধ্যক্ষ জহুর আহম্মেদ।
সভায় স্বগত বক্তব্য রাখেন সমিতির মহাব্যবস্থাপক নিতাই কুমার সরকার। প্রধান অতিতির বক্তৃতা করেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক বিধান কুমার বৈষ্য। অন্যদের মধ্যে বক্তৃতা করেন এলাকা পরিচালক ফুলবার হোসেন, শফিউল হাসান তিতু, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, এজিএম রাশেদুল আলম খন্দকার, গোলাম ইখতিয়ার, মোঃ মনোয়ার প্রমূখ।
এবিএন/আশরাফুল ইসলাম আশরাফ/জসিম/তোহা