![বড়াইগ্রামে ৬দিন ব্যাপি একুশে বইমেলা শুরু](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/17/zzzz_126319.jpg)
বড়াইগ্রাম (নাটোর), ১৭ ফেব্রুয়ারি, এবিনিউজ : নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজাপুর উচ্চ বিদ্যালয় মাঠে ৬দিন ব্যাপি অমর একুশে বই মেলার ১৯তম আসরের উদ্বোধন হয়েছে। মহান একুশে ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে স্থানীয় সংগঠন একুশে গ্রস্থাগার এর আয়োজন করে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রী ও ভাষা সৈনিক শামসুর রহমনি শরীফ (ডিলু) এমপি গতকাল শুক্রবার রাতে প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন ।
মেলা বাস্তবায়ন কমিটির সভাপতি জুলফিকার মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন ঈশ্বরদীর ইউএনও নাছরিন আক্তার, গোপালপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম খান, প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, শামছুর রহমান শাহিন প্রমূখ। মেলায় ছোট-বড় প্রায় ৫০টি স্টলে নামী-দামী লেখকের পাশাপশি নতুন লেখকদের নানা বই ক্রেতার দের মনোযোগ আকর্ষণে সমর্থ হয়েছে। মেলায় প্রতিদিন সন্ধার পরে একুশের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।
২১ ফেব্রুয়ারী মেলার সমাপনি দিনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির হিসাবে জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি উপস্থিত থাকবেন।
এবিএন/আশরাফুল ইসলাম আশরাফ/জসিম/তোহা