শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • সুনামগঞ্জে ফসলরক্ষা বাঁধ পরিদর্শনে ৫ প্রতিনিধি দল
পানি সম্পদ মন্ত্রনালয়ের

সুনামগঞ্জে ফসলরক্ষা বাঁধ পরিদর্শনে ৫ প্রতিনিধি দল

সুনামগঞ্জে ফসলরক্ষা বাঁধ পরিদর্শনে ৫ প্রতিনিধি দল

সুনামগঞ্জ, ১৭ ফেব্রুয়ারি, এবিনিউজ : পানি উন্নয়ন বোর্ডের চলমান কাজ পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পানি সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় প্রতিনিধি দল। আজ দুপুরে জামালগঞ্জের পাগনা ও হালির, চন্দ্রসোনারথাল হাওর, ধানকুনিয়া হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মানের কাজ পরিদশর্ন করেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন এমপির নেতৃত্বে সংসদ সদস্য আনোয়ার হোসেন, মোহাম্মদ নজরুল ইসলাম, এ কে এম ফজলুল হক, মোঃ ফরিদুল হক খান, এমপি রেজওয়ান আহমদ তৌফিক, মোস্তাফিজুর রহমান চৌধুরী, মোছাঃ সেলিনা জাহান লিটা উপস্থিত ছিলেন।

এছাড়াও পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রনালয়ের যুগ্ম সচিব বেগম নজুহাত ইয়াসমিন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোঃ মাহফুজুর রহমান, অতিরিক্ত মহাপরিচালক কে এম আনোয়ার হোসেন, স্থায়ী কমিটির সচিব ও উপ সচিব এম আরিফ পাশা, সভাপতির একান্ত সচিব তারেক জহিরুল হক এবং কমিটির সহকারী সচিব মোঃ আসিফ হাসান, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম আল ইমরানসহ সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক আহমদ ভুঁইয়াসহ জেলা প্রশাসন ও স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদশর্নকালে স্থায়ী কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন বলেন নির্ধারিত সময়ের মধ্যে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণের কাজ শেষ করার জন্য বাঁধ নির্মাণের কাজে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। তিনি আরও বলেন, বর্তমান সরকারে হাওর এলাকার ফসল রক্ষার জন্য শতকোটি টাকা বরাদ্ধ দিয়েছে। এবার আগাম বন্যার হাত থেকে হাওরের ফসল রক্ষার জন্য বর্তমান সরকার তৎপর রয়েছে। গেলবার আগাম বন্যায় হাওর এলাকার কৃষক যে ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবার তা হবে না। প্রকৃতির উপর আমাদের হাত নেই আওয়ামীলীগ সরকার মানুষের জন্য কাজ করে যাচ্ছে। হাওরের ফসল কেটে ঘরে তুলতে পারলে বাংলাদেশ লাভবান হবে। আমরা এক দিন ঢাকা থেকে এসে বাঁধ নির্মাণের কাজ পরিদর্শন করলাম তাতেই দায়িত্ব শেষ হয়ে যায় না।

হাওরে বাঁধের কাজ ভালো ভাবে হচ্ছে কি ন এবিষয়ে এলাকার জনগন সজাগ দৃষ্টি রাখতে হবে। এখানকার জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করছেন। আওয়ামীলীগ সরকার কথা নয় কাজে বিশসী। কাজের মাধ্যমে সরকারকে জনগন মূল্যায়ন করবেন। এবার পিআইসি মাধ্যমে ফসল রক্ষা বাধ নির্মাণের কাজ দেয়া হয়েছে। কাজ অনুপাতে বরাদ্ধ দেয়া হয়েছে আগামীতে হাওর এলাকার মানুষ সুখে দিনযাপন করবে এটা আমরা বিশ্বাস করি। প্রতিনিধি দল স্পীডবোটে করে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ পরিদর্শন করেন।

এবিএন/অরুন চক্রবর্তী/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত