![সুনামগঞ্জ চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/17/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_126328.jpg)
সুনামগঞ্জ, ১৭ ফেব্রুয়ারি, এবিনিউজ : সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুর ১২ টার সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর আয়োজনে শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে এ সভাঅনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টিজের সভাপতি খায়রুল হুদা চপলের সভাপতিত্বে চেম্বারের সচিব পুলক দাস ও গ্রাফিক্র ডিজাইনার মমতাজ আক্তারের যৌথ সঞ্চালনায় সভাপতি কায়রুল হুদা চপল সাধারণ সভায় মুল বার্ষিক প্রতিবেদন ও ২০১৬- ২০১৭ বছরের বার্ষিক অডিট রিপোর্ট পেশ করেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি আমিনুল হক,ছাতকের বিশিষ্ট ব্যবসায়ী চেম্বারের পরিচালক সেলিম আহমদ, তাহিরপুর কয়লা আমদানী কারক গ্রুপের সভাপতি আলকাছ উদ্দিন খন্দকার, পরিচালক মোজাম্মেল হক, অমল কান্তি কর। উন্মুক্ত আলোচনা সভায় সুনামগঞ্জ চেম্বারের ব্যবসায়ীগন তাহিরপুরের শুল্ক স্টেশনের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বার্ষিক সাধারণ সভায় জেলার সবকটি উপজেলার ব্যবসায়ী ও সুনামগঞ্জ চেম্বারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে লটারীর মাধ্যমে বিজয়ী ৮৩ জনের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এবিএন/অরুন চক্রবর্তী/জসিম/তোহা