সুনামগঞ্জ, ১৭ ফেব্রুয়ারি, এবিনিউজ : সুনামগঞ্জ পৌর শহরের বেপরোয়াভাবে ইজি বাইক চলাচলবন্ধের দাবিতে শহরের ভিতরের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে শিশু শিক্ষার্থীরা। আজ শনিবার সকাল সাড়ে ১১টায় শহরের সৃজন বিদ্যাপীঠ স্কুলের সামনে ঘন্টাব্যাপী রাস্তা অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচি পালন করে সৃজন বিদ্যাপীঠ স্কুলের শিশু শিক্ষার্থীরা।
এসময় রাস্তার দু’পাশে বন্ধ করে সকল প্রকার যানবাহন আটকে এ বিক্ষোভ কর্মসুপি পালন করা হয়। পরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা এবং জেলা প্রশাসকরে আশ্বাশে কর্মসূচি শেষ করা হয়। বিক্ষোভ চলাকালে বক্তব্য রাখেন সৃজন বিদ্যাপীঠের অধ্যক্ষ জাকিয়া নাসরিন ডলি, সহকারি শিক্ষক এনাম আহমেদ, অভিভাবক ও শিক্ষার্থীরা। বক্তারা বলেন শহরের বেপরোয়া ইজি বাইকের কারনে প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটছে। গত বৃহস্পতিবার রাতে ঔ বিদ্যালয়ের নার্সারি ওয়ানের শিক্ষার্থী মুহুর্ত দাস ইজি বাইকের ধাক্কায় নিহত হন।
তার প্রতিবাদে আজ এ কর্মসূচি। অভিলম্বে শহরের এসব ইজি বাইক চলাচল বন্ধ করতে হবে। নইলে আরো কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে। উল্লেখ্য গত একমাসে শহরে ইজি বাইক দূঘটনায় শিশুসহ ২জন নিহত হয়েছে আর আহত অর্ধশতাধিক।
এবিএন/অরুন চক্রবর্তী/জসিম/তোহা