![রাণীনগর প্রেসক্লাবের প্রয়াত সাংবাদিকের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/17/naogaon_abnews24_126336.jpg)
রাণীনগর (নওগাঁ), ১৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : নওগাঁর রাণীনগর প্রেসক্লাবের প্রায়াত তিন সদস্য সাংবাদিক আবু মুসা খাজা, মীর হোসেন তপন ও রাজিব হোসেনের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১ টায় প্রেসক্লাব ভবনে রাণীনগর প্রেসক্লাবের সহ-সভাপতি মো: ওহেদুল ইসলাম মিলনের সভাপতিত্বে প্রায়াত তিন সাংবাদিকের স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন, সহ-সভাপতি কাজী আনিছুর রহমান, সাধারণ সম্পাদক সাইদুজ্জামান সাগর, কোষাধ্যক্ষ মো: সাহাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মো: শহিদুল ইসলাম, শাহরুখ হোসেন আহাদ, আবু ইউসুফ, আওরঙ্গজেব রাব্বি প্রমুখ।
পরে রাণীনগর রেলওয়ে ষ্টেশন জামে মসজিদে বাদ যোহর তিন সাংবাদিকের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এবিএন/এ বাশার (চঞ্চল)/জসিম/রাজ্জাক