ফরিদপুর, ১৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে তৃতীয় দফায় কর্মসূচি দিয়েছে বিএনপি। কর্মসূচির প্রথম দিনে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে। আজ শনিবার সকাল ১১টায় ভাঙ্গা উপজেলা বিএনপির কার্যালয়ে ফরিদপুর-৪ আসনের বিএনপি’র সম্ভাব্য প্রার্থী ও ভাঙ্গা উপজেলা বিপ্লবী সভাপতি শিল্পপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমের নেতৃত্বে গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে৷
এসময় উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মুন্সী হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আইয়ুব মোল্লা, পৌর বিএনপির ভার প্রাপ্ত সভাপতি ওয়াদুদ মিয়া, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক ফজলে সোবহান শামীম, যুগ্ন সম্পাদক আলমগীর কবির, তথ্য ও গবেষনা সম্পাদক হাদিউজ্জামান রাজু, উপজেলা বিএনপির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোঃ সেন্টু, পৌর বিএনপির যুগ্ন সম্পাদক মোঃ ওদুদ, আলগী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক সুমন মুন্সী বুলু, হামিরদী ইউনিয়ন ছাত্রদল সভাপতি জুবায়ের জুয়েল, ভাঙ্গা উপজেলা যুবদল নেতা রামীম মোল্লা, ছাত্রদল নেতা শরীফ সোহান, এলেম খান, সুমন মোল্লা, সাব্বির হোসেন জাবেদ সহ স্থানীয় নেতা কর্মীবৃন্দ।
এবিএন/কে.এম রুবেল/জসিম/রাজ্জাক