বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • হাজার হাজার জাকেরানদের পদচারণায় মুখরিত বিশ্ব জাকের মঞ্জিল

হাজার হাজার জাকেরানদের পদচারণায় মুখরিত বিশ্ব জাকের মঞ্জিল

হাজার হাজার জাকেরানদের পদচারণায় মুখরিত বিশ্ব জাকের মঞ্জিল

সদরপুর (ফরিদপুর), ১৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : হযরত শাহ্সূফী খাজাবাবা ফরিদপুরী (কু:ছে:আ:) ছাহেবের বিশ্ব উরস শরীফের আজ শনিবার প্রথম দিনে ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিল এখন হাজার হাজার আশেকান-জাকেরানদের পদচারণা শুরু হয়েছে। বিভিন্ন ধরনের যানবাহনে কাফেলা যোগে আসছে ভক্তপ্রেমিরা।

জানা যায়, মাওয়া,পাটুরিয়া ও হরিনাঘাট ফেরীঘাট,কাঠালবাড়ী- ভাঙ্গা-পুকুরিয়া, পিয়াজখালী-সদরপুর এবং তালমা-সদরপুর হয়ে বিশ্ব জাকের মঞ্জিলে প্রবেশ করছে। বিশ্বওলী কেবলাজান ছাহেবের আধ্যাত্মিক প্রতিনিধিদ্বয় পীরজাদা আলহাজ্জ খাজা মাহ্ফুযুল হক মুজাদ্দেদী ছাহেব ও পীরজাদা আলহাজ্জ খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী ছাহেব সমবেতদের দফায় দফায় সাক্ষাত ও নসিহত দান করছেন।

৪দিনের বিশ্ব উরস শরীফে ওয়াক্তিয়া নামাজের সাথে নফল ইবাদত বন্দেগী, তেলাওয়াতে কালামে পাক, দফায় দফায় মিলাদ মাহফিল ও বিশেষ মুনাজাত, রাতের শেষ ভাগে (রাত ৩টা থেকে ফযরের আযানের পূর্ব মুহুর্ত পর্যন্ত) রহমতের সময় পর্যন্ত পরম করুনাময় আল্লাহর রহমত কামনা ও তদীয় পেয়ারা হাবীব বিশ্ব নবী রাসুলে পাক (সা:) এর স্মরণ এবং মোরাকাবা মোশাহেদা ও জেকের, যোহর, আসর ও মাগরিব নামাজ বাদ মোরাকাবা মোশাহেদা ও জেকের আসকার, এশা নামাজ বাদ রাসুলে পাক (সা:) এর প্রতি নজরানা স্বরূপ দরুদ শরীফ পাঠ এবং প্রতি ওয়াক্তে নামাজ ও নফল ইবাদত বন্দেগীর পরে প্রকৃত ইসলামের সুমহান আদর্শ আলোকপাত করে ওয়াজ নসিত অনুষ্টিত হবে বলেন আটরশি দরবার শরীফের প্রেস সচিব শামীম হায়দার।

এবিএন/মোঃ সাব্বির হাসান/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত