শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • লালপুরের কদিমচিলানে ঐতিহ্যবাহী ঘৌড়-দৌড় প্রতিযোগীতা

লালপুরের কদিমচিলানে ঐতিহ্যবাহী ঘৌড়-দৌড় প্রতিযোগীতা

লালপুরের কদিমচিলানে ঐতিহ্যবাহী ঘৌড়-দৌড় প্রতিযোগীতা

লালপুর (নাটোর), ১৭ ফেব্রুয়ারি, এবিনিউজ : গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ও আনন্দদায়ক খেলা ঘৌড়-দৌড় প্রতিযোগীতা আজ শনিবার বিকেলে নাটোরের লালপুর উপজেলার প্রত্যন্ত এলাকা কদিমচিলানে অনুষ্ঠিত হয়। কদিমচিলান ইউনিয়নের চাঁদপুর উচ্চ বিদ্যালয় মাঠে হাজার-হাজার উৎসুক দর্শকের অংশগ্রহনে এ ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় লালপুর উপজেলা ও পার্শ্ববর্তী বড়াইগ্রাম উপজেলার ১০ টি ঘোড়া ও প্রতিযোগী প্রতিযোগীতায় অংশগ্রহণ করে।

এ সময় উপস্থিত ছিলেন আয়োজক কমিটির প্রধান ও কদিমচিলান ইউপির চেয়ারম্যান সেলিম রেজা মাষ্টার, ইউপি সদস্য শফিকুল ইসলাম, রেজাউল করিম, মুক্তিযোদ্ধা মতিউর রহমান, ছাত্রলীগ সভাপতি মোক্তাদুর রহমান বাবু প্রমুখ।

প্রতিযোগীতায় সাতইল গ্রামের মিজানুর রহমানের ঘোড়া শ্যামলী প্রথম, গড়মাটি গ্রামের ইমদাদুল হকের ঘোড়া পাগলা রাজা দ্বিতীয় ও একই গ্রামের সিরাজুল ইসলামের ঘোড়া লায়লা তৃতীয় স্থান অর্জন করে।

এবিএন/মোয়াজ্জেম হোসেন/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত