![শার্শায় ধর্মসভায় উস্কানিমুলক বক্তব্য দেয়ায় মাওলানা আল গালিব গ্রেফতার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/17/grefter@abnews_126364.jpg)
শার্শা (যশোর), ১৭ ফেব্রুয়ারি, এবিনিউজ : শার্শায় মুসলমানদের ধর্মীয়সভা তাফছিরুল কোরআন মাহফিলে উস্কানি মুলক বক্তব্য দিয়ে জনগনকে বিভ্রান্ত করে দেশে নৈরাজ্য সৃষ্টি করার অভিযোগে মাওলানা আসাদুল্লা আল গালিবকে পুুলিশ গ্রেফতার করেছে। গতকাল শুক্রবার রাতে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের বসতপুর পশ্চিমপাড়া যুব সংঘ ও মসজিদ কমিটি আয়োজিত তাফছিরুল কোরআন মাহফিল থেকে তাকে আটক করা হয়।
স্থানীয়রা জানান, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত চতুর্থ বার্ষিক তাফছিরুল কোরআন মাহফিলের প্রধান অতিথী ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন ইলিয়াছ কবীর বকুল।
৪র্থ বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় বক্তা ছিলেন হাফেজ মাওলানা আছাদুল্লাহ আল গালিব। তিনি তার নির্ধারিত সময়ে বক্তব্য দেওয়ায় সরকার বিরোধী ও দল বিরোধী ধর্মীয় উস্কানী মুলক বক্তব্য দিয়ে জনগনকে খেপিয়ে তোলার চেষ্টায় লিপ্ত ছিলেন। যে কারনে পুলিশ তাকে গ্রেফতার করতে বাধ্য হয়।
বাগআঁচড়া পুুলিশ তদন্ত কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমাউন কবীর জানান, তিনি ধর্মসভায় কোরআনের তাফছির বাদরেখে আওয়ামী লীগ ও বিএনপির সমলাচোনায় লিপ্ত ছিলেন। তিনি কোরআন হাদিছের বয়ান করবেন। তিনি ধর্মীয় আলোচনার বাইরে আলোচনা করায় তাকে গ্রেফতার করে শনিবার দুপুরে কারাগারে পাঠানো হয় বলে তিনি জানান।
এবিএন/ইয়ানূর রহমান/জসিম/রাজ্জাক