রবিবার, ০৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩১
logo

বান্দরবানে জীপগাড়ি খাদে পড়ে নিহত ১

বান্দরবানে জীপগাড়ি খাদে পড়ে নিহত ১

বান্দরবান, ১৭ ফেব্রুয়ারি, এবিনিউজ : বান্দরবানে লাকড়ী বুঝায় জীপ গাড়ি (চাঁদের গাড়ি) গভীর খাদে পড়ে ঘটনা স্থলেই একজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো ২ জন। আজ শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার কুহালং ইউনিয়নের গুংগুরু আগাপাড়া এলাকায় এঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গুংগুরু আগাপাড়া এলাকা থেকে একটি জীপ গাড়ি লাকড়ী নিয়ে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলের মো: মনছুর (৩২) নামে শ্রমিক মারা যায়। এসময় আরো দুই শ্রমিক আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ছোরোয়ার জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে নিয়ে যাচ্ছে।

এবিএন/মোহাম্মদ আব্দুর রহিম/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত