
বান্দরবান, ১৭ ফেব্রুয়ারি, এবিনিউজ : বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গণস্বাক্ষর অভিযান শুরু করেছে বান্দরবান মহিলা দল। প্রথম দিনে জেলার ৩৫স্পটে এ কর্মসূচী চলে।
আজ শনিবার বিকাল সাড়ে ৩টায় বান্দরবান জেলা সদরের ওয়াপদাব্রীজ এলাকায় এ কর্মসূচীর উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাচিং প্রু জেরী।
জেলা মহিলা দলের সভানেত্রী নিলুতাজ বেগমের সভাপতিত্বে গণস্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুল কুদ্দুছ, স্বেচ্ছাসেবকদল সভাপতি জাহাঙ্গীর আলম, উম্মে কুলসুম লীনা প্রমুখ।
এবিএন/মোহাম্মদ আব্দুর রহিম/জসিম/রাজ্জাক