ফরিদপুর, ১৭ ফেব্রুয়ারি, এবিনিউজ : ফরিদপুরে আ.লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করার লক্ষে এ সমাবেশের আযোজন করে জেলা আওয়ামী লীগ। আজ শনিবার বিকেলে শহরের কবি জসীম উদ্দীন হলে এ সমাবেবেশে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি এবং প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এমপি।
প্রধান অতিথির বক্তব্যে সাজেদা চৌধুরি আসন্ন জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার সরকারকে পুণরায় ক্ষমতায় আনার আহ্বান জানিয়ে বলেন, আ.লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। আর দেশের চলমান উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামি নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দেওয়ার আহবান জানান।
প্রধান বক্তার বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল। তিনিই বিশ্বের একমাত্র নেত্রী যিনি ঘোষণা দিয়ে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার উদ্যোগ নিয়েছেন। এরজন্য ২০২১ সাল লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল। কিন্তু বাস্তবতা হচ্ছে তার অনেক আগেই আমরা এ দেশকে মধ্যম আয়ের দেশের তালিকায় নিয়ে যেতে পারবো। শেখ হাসিনরা জন্যই আজ আমরা অন্যের কাছ থেকে ভিক্ষা নেই না বরং দেই। আ.লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে কোন লাভ নেই। কেননা আ.লীগের জন্মই হয়েছে আন্দোলনের মধ্যে।
অন্যদের মধ্যে বক্তব্য দেন সভাপতিমন্ডলীর সদস্য লে. কর্ণেল (অব) মুহাম্মদ ফারুখ খান, যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি ও আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক কে এম এনামুল হক, বি এম মোজাম্মেল হক, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, নির্বাহী সদস্য আনোয়ার হোসেন ও ইকবাল হোসেন প্রমুখ।
সভায় সভাপতিত্ব করেন জেলা আ.লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা এবং উপস্থাপনা করেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন। সভায় ফরিদপুরের নয়টি উপজেলার প্রতিনিধিরাও বক্তব্য দেন। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী আরিফুর রহমান দোলন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ফরিদপুর-২ আসনের মনোনয়ন প্রত্যাশী মেজর (অব.) আতমা হালিম, শহর আওয়ামী লীগের সাধারন সম্পদক চৌধুরী বরকত ইবনে সালাম, জেলা যুবলীগের এ এইচ এম ফুয়াদ, ছাত্রলীগের নিশান মাহমুদ শামিম প্রমুখ।
এবিএন/কে.এম রুবেল/জসিম/রাজ্জাক