![নওয়াপাড়ায় শিশুদের ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/17/untitled-3_126376.jpg)
অভয়নগর (যশোর), ১৭ ফেব্রুয়ারি, এবিনিউজ : যশোরের শিল্প-বন্দর-বাণিজ্য নগরী নওয়াপাড়ায় শিশুদের ইংরেজিতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নওয়াপাড়ার সানসাইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্যোগে শুক্রবার দুপুর ৩টা থেকে কম্পিউপার লিটল জুয়েলস স্কুলে এই বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়ে সন্ধ্যা ৬টায় প্রতিযোগিতা শেষ হয়। বিতর্কের বিষয় ছিল, Only the role of mother is vital to build up a child future. (“সন্তানের ভবিষ্যৎ বিনির্মাণে মায়ের ভূমিকায়ই মূখ্য”)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন পল্লীমঙ্গল আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও কলামিস্ট এস এম খায়রুল বাসার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কম্পিউপার লিটল জুয়েলস স্কুলের চেয়ারম্যান আমিনুর রহমান খান এবং অধ্যাপক মো: মাহবুব হোসেন।
বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর ছিলেন, সানসাইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের পরিচালক ও কম্পিউপার লিটল জুয়েলস স্কুলের অধ্যক্ষ প্রকাশ বৈদ্য সৈকত। বিচারকমম-লীর দায়িত্বে ছিলেন- অধ্যাপক কুমার সঞ্জিব বসু, মো: সেলিম হোসেন ও রজত ব্যানার্জি । স্কোরার এন্ড টাইম কিপার ছিলেন মাহফুজা বেগম নিনা।
বিতর্ক প্রতিযোগিতায় দুটি বিভাগে চারটি দল অংশগ্রহন করে। ১ম বিভাগের দুটি দল অর্কিড এবং মেরি গোল্ড যৌথভাবে চ্যাম্পিয়ন হয়। ২য় বিভাগে ড্যাফোডিলকে হারিয়ে বিপক্ষের টিউলিপ দল চ্যাম্পিয়ন হয়। সেরা বক্তা হন অর্কিড দলের সাবরিনা অরিন এবং টিউলিপ দলের আরাফাত রহমান।
এবিএন/মো: সেলিম হোসেন/জসিম/রাজ্জাক